স্বাধীনভাবে ঘরে বসেই আয় করুন

সবাই আমরা আয়-উপার্জন করে সামাজিক এবং অর্থনৈতিকভাবে ভাল থাকতে চাই। আমরা যারা ব্যবসা করি, বিদেশে যাই বা বিদেশে লোক পাঠাই মূলত আয় করার জন্য। আমরা যারা দেশে কর্মসংস্থান করতে চাই উৎপাদন ছাড়া অন্য কোন খাতের মাধ্যমে তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতায়ও নামি। যেমন আমি চাকরি না করলে আরেকজন বেকার ঐ কাজটি করতে পারত। আমি দোকান না বসালে পাশের দোকানে বেশী কেনা-বেচা হত বা, আরেকজন দোকানদারি করে খেতে পারত। কিন্তু আমরা যত বেশী লোক বিদেশে গিয়ে আয় করে দেশে বৈদেশিক মূদ্রা পাঠাতে পারব দেশে তত বেশী বৈদেশিক মূদ্রার সঞ্চয় বাড়বে এবং এক একজন বেকারের চাপ কমবে দেশে। একই রকমে ঘরে বসে আউটসোর্সিং করে যারা বৈদেশিক মূদ্রা দেশে আনছেন তারা আরও বেশী ইতিবাচক ভূমিকা রাখছেন, কারণ তারা স্বাধীন ভাবে যত বেশী শ্রম দিচ্ছেন ততবেশী আয় করছেন আবার সংসারও সামলাচ্ছেন। এসব কাজে আপনার নির্দিষ্ট কোন কর্মঘন্টা নেই।
যাদের টেকনিক্যাল স্কিল নেই তারা পূঁজি বিনিয়োগ করে ব্যবসা করে বৈদেশিক মূদ্রা আয় করতে পারেন। ফরেক্স ট্রেডিং এরূপ একটি ব্যবসা ।
ফরেক্স ট্রেডিং করে ঘরে বসে বৈদেশিক মূদ্রা আয় করা নিশ্চয়ই ব্যবসায় বা বিদেশে গিয়ে আয় করার চেয়ে ভাল বই মন্দ নয় যদি আপনি দক্ষ ব্যবসায়ী হন। এখন সমস্যা হল-ব্যবসায় হল একটি ঝুকিপূর্ণ অর্থনৈতিক কার্যক্রম। যে ধরণের ব্যবসায় সে ধরণের যোগ্যতা না থাকলে সেখানে সফল হওয়া প্রায় সময়ই কঠিন হয়ে যায়। তবে প্রশিক্ষণ, আগাম তথ্য সংগ্রহ, সম্ভাব্য ঝুকি এড়িয়ে চললে সহজে লক্ষ্য অর্জন করা যায়।
আমি নিজের উপর আস্থা রেখে আপনাকে ফরেক্স ট্রেডিংয়ে মূলধন বিনিয়োগ করতে উৎসাহিত করছি নিম্নোক্ত প্রস্তাবনায়-

 

আপনার জন্য আমার প্রস্তাবনা -

১। মূলধন ১০০% নিরাপদ,
২। মূনাফা মাসিক ১৬ % ~ ২০% গড়ে, তবে অনুকূল পরিবেশে ৫০% পর্যন্ত মূনাফা অর্জন করা সম্ভব।
৩। আপনি ব্যবসায়ে একমত হলে, আপনার নামে একাউন্ট করা হবে, আপনার একাউন্টেই সব টাকা জমা থাকবে। আপনার পুঁজি ব্যবসায়ে সাক্ষী হিসেবে জমা থাকবে; সর্বোচ্চ ১০% টাকা খুবই সীমিত সময়ের জন্য বিনিয়োগ হবে। লভ্যাংশ উত্তোলন শুধুমাত্র আপনিই করতে পারবেন আপনার আপনার ব্যাংক চেকের মাধ্যমে অর্থাৎ লভ্যাংশ বা আয়ের টাকা আপনার ব্যাংক একাউন্টে জমা হবে- আমার হাতে কোন ক্ষমতা থাকবে না, আমি শুধু ব্যবসা পরিচালনা করব বা করাব।
৪। ব্যবসা আমি করাব, সব ধরণের আয়ের Detail Statement তৈরি হবে। Detail Statement এ প্রদর্শিত আয় হতে ম্যানেজমেন্ট খরচ বাবদ ৩০% ; যাবতীয় পরিচালনা এবং সহযোগিতার জন্য আমি পাব লভ্যাংশের ৩৫% এবং আপনি পাবেন ৩৫%। মাস শেষে আপনি লভ্যাংশ উত্তোলন করে যার যে অংশ প্রাপ্য সেটা বন্টন করে দিবেন।

৫। ব্যবসায়ে সন্তুষ্ট না হলে যে কোন দিন (ছুটির দিন ছাড়া; সকাল ৮:০০টার আগে নোটিশ দিতে হবে) আপনি আপনার মূলধন ক্যাশ করে ফেলতে পারবেন।
৬। কিভাবে মূলধন বিনিয়োগ করতে হয়, কিভাবে মূলধন উত্তোলন করতে হয় তা হাতে-কলমে শিখিয়ে দেয়া হবে।
৭। আমার পিছনে আপনাকে ঘুরতে হবে না, আমি যখন যেখানেই থাকি সেখানে বসেই আমার কাজ চলবে। আমার খোঁজ নেবার দরকার হবে না। কারণ টাকা আপনার একাউন্টে; আমি মিরপুরে বসেই ব্যবসা পরিচালনা করব। মাসের শেষে লভ্যাংশ উঠানোর জন্য আপনারই সহযোগিতা আমাকে নিতে হবে।
৮। একটি একক বিনিয়োগ মূল্য হল ১,০০,০০০/=(একলক্ষ) টাকা। একা না পারলে যৌথ বিনিয়োগ করতে পারবেন।
৯। আপনার সম্ভাব্য মূনাফা হবে মাসে ২০,০০০/= টাকা ।
মূনাফা বেশি হতেই পারে। মূনাফা যা-ই হউক - ৩৫% আপনার, ৩৫% আমার ।
১০। ব্যবসার লাভ-ক্ষতি দেখার জন্য ইন্টারনেটযুক্ত একটি ল্যাপ্টপ লাগবে।
১১। আপনার নামেই একাউন্ট খুলতে হবে, একাউন্ট খুলতে লাগবে,

ক) ন্যাশনাল আইডি কার্ড  এবং

খ) নিজ নামে ব্যাংক স্টেটমেন্ট/ইউটিলিটিবিলের রঙ্গীন স্ক্যান কপি।

 ———————————————————————————————————————

# আপনার মূলধন, আমার শ্রম, নিট লভ্যাংশের সমবন্টন !!

প্রস্তাবনাটি বিবেচনা করে দেখুন, পছন্দ হলে যোগাযোগ করুন।

 

এম হাসান জাহিদ # parubisbd@gmail.com, মিরপুর, ঢাকা-১২১৬

# ফরেক্স ব্যবসায়ীকে একজন ‘দামী গাড়ী‘র ড্রাইভারের সাথে তুলনা করা যেতে পারে। তবে পার্থক্য হল -
১। ড্রাইভার স্বল্প শিক্ষিত/অশিক্ষিত, কিন্তু ফরেক্স ব্যবসায়ী শিক্ষিত -যথেষ্ট ইংরেজী ভাষা জ্ঞান সম্পন্ন।
২। ড্রাইভার অন্যের কারণেও দূর্ঘটনায় পড়তে পারে, কিন্তু ফরেক্স ব্যবসায়ী অন্যের কারণে দূর্ঘটনায় পড়ে না।
৩। ড্রাইভার গাড়ী চুরি করতে পারে, কিন্তু ফরেক্স ব্যবসায়ী চুরি করতে পারে না।
৪। ড্রাইভার আয়ের টাকার সবটুকু জমা না দিয়ে কিছু টাকা রেখে দিতে পারে, কিন্তু ফরেক্স ব্যবসায়ী টাকা নিজের হাতে নিতেই পারে না যদি বিনিয়োগকারী তাকে দায়িত্ব না দেয়।
৫। ফরেক্স ব্যবসায়ী ব্যবসায়ে সবসময় মনোযোগী কারণ,
- ব্যবসায়ে যত বেশী লাভ হবে তিনিও ততবেশী লভ্যাংশ পাবেন।
- ব্যবসায়ে ক্ষতি/লোকসান হলে তিনি কোন লভ্যাংশ পাবেন না। সুতরাং তিনি কখনো লোকসান দিতে চাইবেন না।
# একজন ফরেক্স ব্যবসায়ী কোন বিশ্রাম ছাড়া সপ্তাহে একটানা ১২০ ঘন্টা পরিশ্রম করেন, আর শনি, রবিবার বিশ্রাম নেন।
………………………………………………………x……………………………………………………….


Leave a comment...

You need to login before submit comment. | Check the box to save Password (Uncheck if on a shared computer)