লীগ শিরোপায় বায়ার্ন মিউনিখ

২০১৩ ইউরোপীয়ান চ্যাম্পিয়নস লীগের শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ

২৫ মে, ২০১৩, লন্ডনের ওয়েম্বলিতে ফাইনালে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়ে ২০০১ সালের পর আবার শিরোপা জিতে নিয়েছে আরেক জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।
ইউরোপের সেরা কাব টুর্নামেন্টে এটি তাদের পঞ্চম শিরোপা।
বিরতির আগে উভয় দলের খেলোয়াড়রা বারবার চেষ্টা করলেও এবং অনেক সুযোগ হারালেও কোন দলই গোলের দেখা পায়নি।
দুই গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার এবং রোমান ওয়েইডেনফেলারের দুর্দান্ত নৈপুণ্যও গোল না হওয়ার জন্য একটি বড় কারণ। তবে খেলার ৬০ মিনিটে আরিয়েন রোবেন এর দেয়া একটি পাসে ডর্টমুন্ডের জালে বল ঠেলে দেন মারিও মানজুকিচ।
তবে এর আট মিনিট পরেই বক্সের মধ্যে মার্কো রিউসকে ফাউল করেন দান্তে। ফলে পেনাল্টি পায় ডর্টমুন্ট আর ইকে গেনডোয়ানের দেয়া পেনাল্টি গোলে দুই দলে সমতা ফিরে আসে।
খেলার নির্ধারিত সময়ের দেড় মিনিট আগে বক্সের মধ্যে জটলা কাটিয়ে আরিয়েন রোবেনের দেয়া নাটকীয় গোলে জয় নিশ্চিত করে ফেলে মিউনিখ। ফলে একযুগ পরে আবার নিজেদের ঘরে চ্যাম্পিয়নস লীগের শিরোপা তুলে নিল বায়ার্ন মিউনিখ।
ইউরোপের দুটো শীর্ষস্থানীয় দল রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনাকে হারিয়ে জার্মানির এই দল দু’টি ফাইনালে খেলছে।
ইউরোপীয়ান কাপ অথবা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল ম্যাচে এই প্রথমবারের মতো এই দুটো দল মুখোমুখি খেলেছে।


Leave a comment...

You need to login before submit comment. | Check the box to save Password (Uncheck if on a shared computer)