নদ-নদী:কোথায় বহমান

বাংলাদেশের নদ-নদী: কে কোথায় বহমান

মোকারম হোসেন ‘বাংলাদেশের নদী’ নামে ছোট কিন্তু খুব দরকারী একটা বই লিখেছেন। তার শেষ দিকে বাংলাদেশের নদীর জেলা ভিত্তিক একটা তালিকাও দিয়েছেন। সে মূল্যবান তালিকাটিই আপনাদের সাথে শেয়ার করছি।

বৃহত্তর রংপুরের ২৫টি নদী

দুধকুমার, রায়ডাক, ধরলা, তিস্তা, স্বাতী, বুড়িখোলা-বিকি, খার-ভাজা, ঘাঘট, যমুনেশ্বরী, আখির, খারখারিয়া, বাসমাই, দেওনাই, চিকি, নীলকুমার, ভরোলা, গদাধর, সনকোশ, নোয়াডিহিং, বুড়িডিহিং, ডিসাঙ্গ, ডিখু, কালাঙ্গ, কাপিলি, তিতাস-গিরি।

বৃহত্তর দিনাজপুর জেলার ১৮টি নদী

পাথরাজ, তালমা, পূর্ণভবা, (রাজশাহী), চেপা, ট্যাঙ্গন, ডাহুক, ঘোড়ামারা, যমুনা, কোরোম,আত্রাই, কুলিকা, বড়াল, গর্ভেশ্বরী, যবনেশ্বী, জলঢাকা, তোরসা, কল্যাণী, রাইদক।

বৃহত্তর রাজশাহীর ১০টি নদী

ফকিরনী-বরনাই, শিব-বরনাই, মহানন্দা, পাগলা, মুসা-খান, গঙ্গা, বারনাই, হোজা, গোদারী, গুমানি।

বৃহত্তর পাবনার ৮টি নদী

গুর, ইচ্ছামতি, (বগুড়া), বড়াল, হুরাসা, দূর্গাদহ, সুখদহ, বগড়া,(ইউসিয়াম), টালান।

বৃহত্তর বগুড়ার ৭টি নদী

করতোয়া, কথাকলি, বাঙালী, তুলসীগঙ্গা, ছোট যমুনা, নাগর, বাদল।

বৃহত্তর ঢাকার ১৯টি নদী

বংশী, তুরাগ, টঙ্গিখাল, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, কালীগঙ্গা, গাজীখাল, বানার, বালু, লক্ষ্যা, লোহাজঙ্গ, ফুলদি, ভূবনেশ্বরী, কীর্তিনামা বা শ্রীপুর (শীতলক্ষ্যা), ইছামতী, মালিক বাদের খাল, গাজাহাটার খাল, ইলশামারী।

বৃহত্তর ময়মনসিংহ জেলার ৩৬টি নদী

ঝিনাই, আইমন, সুতিয়া, পুরাতন ব্রক্ষ্মপুত্র, ঘরোটা, সিমাহালী, নরসুন্দর, বোথাই, নিতারী, সোমেশ্বরী, কংশ, গুনাই, কাচামাঠিয়া, পানকুরা, সাইদুল, মোগরা, রাংরা, খারমোরী, মহাদেব, যদুকাটা, ধানু বোয়ালাই, শিরখালি, চেল্লাখালি, মতিঝিক, চালহি, বংশাই, মানস, পুতিয়া, জিনজিরাম, সুবনফিরি, বলেশ্বর, ভোগাই কংসা, কউলাই, ধনু, সিলাই, খারমেনী।
(চলবে)
বি.দ্র.- নামগুলো পড়তে গিয়ে আমার জানার মধ্যে কিছু মুদ্রন প্রমাদ পেয়েছি। আমি সেটা সংশোধন করেছি। এরমধ্যে যদি কোন নাম বাদ পড়ে বা ভুল উঠে থাকে তাহলে দয়া করে জানাবেন। সংশোধনের মাধ্যমে আমাদের নদনদীর একটা তালিকা দাঁড় করানো যায় কিনা

 KAMAL5648


Leave a comment...

You need to login before submit comment. | Check the box to save Password (Uncheck if on a shared computer)