প্রযুক্তিখাতে নতুন প্রকল্প

১৮.০৪.২০১৩

৩০ হাজার জনবল তৈরির লক্ষ্যে প্রযুক্তিখাতে নতুন প্রকল্প:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাবলিক সেক্টর আধুনিকায়নের জন্য উপযুক্ত মান ও নির্দেশাবলী প্রস্তুত করার পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের জন্য ৩০ হাজার জনবল তৈরি করা, বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পকে বিশ্বের কাছে আকর্ষণীয় করে উপস্থাপনের মাধ্যমে এ খাতকে আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্য করা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে উপযুক্ত পলিসি, আইন ও নীতিমালা তৈরি পাঁচ বছর মেয়াদি প্রকল্প প্রণয়ন করেছে সরকার। প্রকল্পটি নিয়ে এরই মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে ৫৭২ কোটি টাকার চুক্তি হয়েছে। গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। প্রকল্প উদ্বোধন উপলক্ষে গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান প্রকল্প পরিচালক রেজাউল করিম। তিনি বলেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে চাকরির সুযোগ সৃষ্টি ও রফতানি আয়ের ক্ষেত্রে নতুন ক্ষেত্র বিস্তৃতকরণের লক্ষ্যে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে কাজ শুরু করছে বিসিসি।’ অনুষ্ঠানে তথ্য যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ এমপি বলেন, ‘বর্তমান সরকারের লক্ষ্য ডিজিটাল ছোঁয়ায় জীবনের পরিবর্তন সাধন। এ লক্ষ্যে সরকারের বিরামহীন পথচলা অব্যাহত আছে। সমৃদ্ধ স্বদেশ সৃষ্টির স্বপ্নে ২০০৯ যে চারাগাছ রোপণ করা হয়েছিল আজ তা বিশাল বৃক্ষে বিকশিত হয়েছে। এ বৃক্ষের নাম ডিজিটাল বাংলাদেশ। আজকের বাংলাদেশ অগ্রগতি ও প্রগতির এক উজ্জ্বল আলোক শিখা। এ আলোক শিখাই পথ দেখাবে আগামী প্রজন্মকে।’ আইসিটি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ব্যাংকের অ্যাকটিং কান্ট্রি ডিরেক্টর সালমান জহির। স্বাগত ভাষণ দেন বিসিসির নির্বাহী পরিচালক এসএম আশফাক হোসেন। অনুষ্ঠান সঞ্চালন করেন বিসিসির সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট তারেক মো. বরকত উল্লাহ।
Google search as heading:
অনলাইনেই দেশের পজিটিভ ব্র্যান্ডিং সম্ভব


Leave a comment...

You need to login before submit comment. | Check the box to save Password (Uncheck if on a shared computer)