প্রযুক্তি ও শিক্ষা

একরামুল হক শামীমঃ

শিক্ষার সঙ্গে প্রযুক্তি যোগ হলে তা কত চমৎকার ব্যাপার হয়ে দাঁড়ায়, তা এরই মধ্যে হাতে-কলমে দেখিয়ে দিয়েছেন সালমান খান। বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খান ২০০৬ সালে শুরু করেছিলেন খান একাডেমী। উদ্দেশ্য_ সব পর্যায়ের এবং সব জায়গার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিশ্বমানের শিক্ষা পদ্ধতি দেওয়া। খান একাডেমীর শুরু হওয়া নিয়ে সালমান খান বলেন_ ‘আমি তখন ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করতে থাকলাম। আমার শিক্ষার্থীরা সেসব ভিডিও নিজেদের সুবিধামতো সময়ে দেখে পড়া বুঝে নিতে থাকল। একটা সময় এ বিষয়টা অনেকেই জেনে গেল। শিক্ষার্থীদের মধ্যে আমার তৈরি ভিডিও নিয়ে আগ্রহ তৈরি হলো। তখন আমি আরও ভিডিও তৈরি করতে লাগলাম, সেখানে সহজভাবে গণিতের নানা সমস্যা সমাধানের চেষ্টা থাকত। ইউটিউবে তৈরি করা ভিডিওগুলোর মাধ্যমেই এক সময় খান একাডেমীর যাত্রা শুরু হয়।’ সালমান খানের খান একাডেমী সারা পৃথিবীতেই প্রশংসিত একটি উদ্যোগ। প্রযুক্তির সুবিধা ব্যবহার করে মানসম্মত শিক্ষা পেঁৗছে যাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে।
খান একাডেমীর মতোই ২০১২ সালের আগস্টে বাংলা ভাষায় চালু হয় শিক্ষক ডট কম নামের একটি সাইট। প্রবাসী কম্পিউটার বিজ্ঞানী রাগিব হাসান এই সাইটটি শুরু করেছেন। রাগিব হাসান বিখ্যাত বাংলা উইকিপিডিয়ায় তার কাজের জন্য। শিক্ষক ডট কম সাইটের মাধ্যমে এরই মধ্যে তিনি বাংলা ভাষায় বিভিন্ন বিষয়ে জ্ঞানদানের আয়োজন করেছেন। স্বেচ্ছাসেবী শিক্ষকরা এতে বিভিন্ন কোর্স দিচ্ছেন। শিক্ষক ডট কমের মূল উদ্দেশ্য, তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে জ্ঞান ও শিক্ষার মুক্ত বিকাশ এবং প্রসার ঘটানো। এই সাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এতে বাংলা ভাষায় নানা বিষয়ের ওপরে অনলাইনে শিক্ষা দেওয়া হচ্ছে। এর প্রতিটি কোর্স বিনামূল্যে শিক্ষার্থীরা গ্রহণ করতে পারছে। সম্প্রতি রাগিব হাসান তার শিক্ষক ডট কম সাইটের সুবিধা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে তিনি একটি পোস্টের মাধ্যমে এ বিষয়ে লিখেছেন। তিনি তার এই প্রকল্পের জন্য কিছু শিক্ষকের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন যারা স্কুল পর্যায়ের গণিত, বিজ্ঞান কিংবা ইংরেজিসহ অন্যান্য বিষয়ের ওপর ছোট ছোট লেকচার তৈরি করবেন। রাগিব হাসান লিখেছেন, ‘বাংলাদেশ মানেই ঢাকা নয়, কিংবা চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট নয়, এর বাইরে বহু জেলা শহর, উপজেলা শহর কিংবা গ্রাম আছে, যেখানে রয়েছে কোটি কোটি শিক্ষার্থী। তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা আমাদের এই সুযোগবঞ্চিত শিক্ষার্থীদের জীবনটা পাল্টে দিতে পারি। শিক্ষক ডট কম প্রজেক্টের অধীনে আগামী কয়েক মাসে স্কুল পর্যায়ের কোর্স তৈরির উদ্যোগ নিচ্ছি। ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত পাঠ্যবই অনলাইনে পাওয়া যায়, সেটার ওপর ভিত্তি করে কোর্সগুলো বানানো হবে। আর গ্রামে ইন্টারনেট না থাকলেও সমস্যা নেই, ডিভিডি কিংবা পেনড্রাইভ, অথবা মোবাইলের দোকানের মাধ্যমে মোবাইলে লোড করে দেওয়ার ব্যবস্থা করা হবে।’ বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই প্রকল্পের উদ্যোগগুলোকে কিছুটা উচ্চবিলাসী মনে হলেও লেগে থাকলে নিশ্চিতভাবে এতে সফলতা অর্জন করা সম্ভব। তৃণমূল পর্যায়ে মানসম্মত শিক্ষা পেঁৗছে দিতে প্রযুক্তির ভূমিকার কথা অবশ্যই স্বীকার করতে হবে। ভবিষ্যৎ পৃথিবীর চেহারা পাল্টে দেওয়া এই প্রকল্পে অংশগ্রহণ করতে চাইলে রাগিব হাসানকে মেইল করতে হবে।
ছোট ছোট উদ্যোগগুলোই এক সময় বৃহৎ আকার পায়। প্রযুক্তির সুবিধা ব্যবহারের মাধ্যমে বাংলা ভাষায় মানসম্মত শিক্ষা দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ার প্রত্যাশা আমরা করতেই পারি।
সমকাল ০২.০৩.১৩


Leave a comment...

You need to login before submit comment. | Check the box to save Password (Uncheck if on a shared computer)